মহেশপুর প্রতিনিধি।।
মহেশপুর সীমান্ত দিয়ে শনিবার ভোরে ভারতে প্রবেশের সময় ২২ জন কে আটক করেছে বিজিবির ।
মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, অবৈধভাবে যাদবপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার সময় কানাইডাঙ্গা গ্রামের মেহগনী বাগান থেকে নারীসহ ২২ জনকে আটক করা হয়।
তাদের বাড়ি সাতক্ষীরা, মুন্সিগঞ্জ, যশোর, নড়াইল ও বগুড়া জেলায়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম শনিবার বিকেলে জানিয়েছেন, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টার অপরাধে মামলা দিয়ে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।