চৌগাছা প্রতিনিধি।।
চৌগাছায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় দুই সহোদরের হত্যায় জড়িত চার জন কে গ্রেফতার করেছে পুলিশ। একইসাথে হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা একটি চাপাতি ও একটি হাসুয়া দা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- মুকুল খান (৩৫), বিপুল খান (৪০) ও তার স্ত্রী বিলকিস (৩৫) এবং তাদের মা মা রিজিয়া বেগম।
উল্লেখ্য বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর সরদার ব্রিকসের বিপরীতে মুকুল হোসেনের চা’য়ের দোকানের পাশে প্রতিপক্ষের ধারালো চাপট ও হাসুয়া দা’র কোপে আয়ূব হোসেন খান (৬০) ও ইউনুছ আলী খান (৫৫) নামে দুই সহোদর নিহত হন। তারা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে। এ ঘটনায় আয়ূব হোসেন খানের ছেলে আসাদুজ্জামান খান রনিকে (৩০) গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, লাশগুলো ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত বিপুল ও মুকুলসহ চারজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান চলছে।