ডুমুরিয়া প্রতিনিধি।।
ভ্রাম্যমান আদালত অভি্যান চালিয়ে খুলনার ডুমুরিয়া বাজার ট্রলার ঘাটের এক মছের ডিপোতে চিংড়ি মাছে জেলি পুশ করার সময় ৭ জন কে আটক করেছে।
আজ মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আটককৃতরা হচ্ছে- ডুমুরিয়া গ্রামের লিটু হালদার , হুসাইন গাজী, শানারা বেগম, বৃষ্টি খাতুন, আসমা বেগম ও পারভিন বেগম । এদের মধ্যে লিটু ও হুসাইন কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া অন্যান্যদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা দিতে ব্যার্থ হলে ৩ দিনের জেল হাজত থাকতে হবে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ডুমুরিয়া বাজারের জনৈক নুর ইসলামের মাছের ডিপোতে গলদা চিংড়ি মাছে জেলি পুশ করার খবর গোপন সূত্রে জানতে পেরে ভ্রামযমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল ওয়াদুদ।