1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যৌন নির্যাতনের অভিযোগ,ঢাবি অধ্যাপক কে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শুধু সরকার পতন নয়, ব্যবস্থারও বদল চাই -জুলাই ঘোষণায় ড. ইউনূস নেত্রকোণায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চা দোকানি নিহত বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে সরলো দণ্ডিত নেতাদের ছবি ছাত্র জনতার বিজয়ের এক বছর পূর্তিতে শ্যামনগরে বিএনপির বিজয় মিছিল পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলমাকান্দায় চা দোকানি খুন বিশ্বাস, বিনয় ও নিষ্ঠাবান ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জুয়েল শর্মা অন্তর  গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহিদদের প্রতি শ্রদ্ধা শেখ হাসিনার প্রতীকী ফাঁসি: এক বছরে বিচার শেষের আহ্বান জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আনিসুল, স্বপদে বহিষ্কৃতরাও নিরাপত্তাহীনতায় পুড়ছে শ্রমিকের জীবন: তামিশনা গ্রুপে ছয় মাসে পাঁচ দুর্ঘটনা

যৌন নির্যাতনের অভিযোগ,ঢাবি অধ্যাপক কে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ২২৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ।এছাড়াও  একই সভায় সর্বসম্মতিক্রমে তার বিরুদ্ধে আরও কয়েকটি শাস্তির সিদ্ধান্ত গৃহীত হয়।

২৯ মার্চ বাংলা বিভাগের একাডেমিক কমিটির সভার কার্যবিবরণী থেকে এ সিদ্ধান্তের কথা জানা যায়। 

কার্যবিবরণী থেকে আরও জানা যায়, অভিযুক্ত অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ওই সভায় উপস্থিত হয়ে তার ভুলের কথা স্বীকার করেন। তিনি সবার কাছে ক্ষমা চান এবং সভায় উপস্থিত সকলের কাছে করুণা ভিক্ষা করেন।

ফেব্রুয়ারি মাসে অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে একই বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী বিভাগীয়  চেয়ারপারসন অধ্যাপক সৈয়দ আজিজুল হক বরাবর যৌন নির্যাতনের একটি লিখিত অভিযোগ দাখিল করেন।এ অভিযোগ পরে সভায় উপস্থাপিত হলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ভবিষ্যতেও বিশ্বজিৎ ঘোষকে কোনো একাডেমিক কার্যক্রমে যুক্ত করা হবে না পাশাপাশি সিঅ্যান্ডডি ও একাডেমিক কমিটির সভায় তাকে ডাকা হবে না এবং তার নামে বরাদ্দকৃত বিভাগীয় কক্ষ বাতিল করা হবে। এর বাইরেও তার বিরুদ্ধে আরও বৃহত্তর ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে কি না, তা ওই ছাত্রীর সম্মতি সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতির আওতায় পড়বে সব ধরনের ক্লাস নেওয়া, পরীক্ষায় প্রত্যবেক্ষণ, উত্তরপত্র মূল্যায়ন, এমফিল-পিএইচডি গবেষণা তত্ত্বাবধায়ন, পরীক্ষা কমিটির কাজে অংশগ্রহণ প্রভৃতি।

এদিকে, অভিযোগটি মিথ্যা দাবি করে অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ গণমাধ্যমকে বলেছেন, আমার সাফল্য এবং সুনামে ঈর্ষান্বিত হয়ে ওই শিক্ষার্থীর মাধ্যমে কোনো মহল এ কাজ করিয়েছে বলে আমি মনে করি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আরটিভি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews