1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
উলিপুর ট্রাকের ধাক্কায়  নিহত ১ আহত ৫ - টেলিগ্রাফ বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিচার শুরুর আগেই না ফেরার দেশে মাগুরায় ধর্ষিতা সেই শিশুটি চট্টগ্রামে বাস চাপায় অটোরিকশার ভাই-বোনসহ তিনজন নিহত মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার গভীর প্রকাশ মাগুরার নির্যাতিত শিশুটি আর নেই আড়াইহাজারে ইউপি চেয়ারম্যানের ১৪ হাজার কোটি টাকার লেনদেন, দুদকের মামলা স্পর্শিয়ার প্রেমে পড়েছেন এক সাথে দুই ভাই ! হাফেজ যমজ ভাইয়েরা, একসঙ্গে বুয়েট ও চুয়েটে সাফল্য নরসিংদীতে ৩ লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

উলিপুর ট্রাকের ধাক্কায়  নিহত ১ আহত ৫

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ১২৮ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।

কুড়িগ্রামর উলিপুরে বালুভর্তি ট্রাকের ধাক্কায় অটারিক্সায় থাকা একই পরিবারর একজন *১) নিহত ও পঁাচজন (৫) গুরুত্বর আহত হয়েছে । আহতদের উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুইজনের অবস্থা  আশংকাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

রবিবার (১৭ এপ্রিল) দুপুরে উলিপুর-কুড়িগ্রাম সড়কের  কইপাড়া নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে । এ ঘটনায় ট্রাক চালক বাবু (৩৬) কে আটক করা হয়েছে । 

প্রত্যক্ষদর্শী ও স্বাস্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে , রবিবার দুপুর আড়াইটার দিকে একটি অটারিক্সাত (ইজিবাইক)  একই পরিবারর ছয়জন চিলমারী যাওয়ার পথে উলিপুর শহরের  বাস্টস্ট্যান্ড সংলগ্ন কইপাড়া নামক স্থানে পৌছিলে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাক ওই অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়েমুচড়ে যায় ।

এ সময়  স্হানীয়রা  আহতদের উদ্ধার কর মূমুর্ষ অবস্থায়  উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে  কর্তব্যরত চিকিৎসক অটোরিক্সার যাত্রী তাজুল ইসলামক (৩৫) মৃত ঘোষনা করেন। এছাড়া অটোরিক্সাতে থাকা চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। 

আহতরা হলন, চিলমারী উপজেলার জাড়গাছ ইউনিয়ের তাফা শেখের পুত্র আব্দুল ওহাব (৬৮), রৌমারী উপজেলার কত্তিমারী যাদুর চর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ওবায়দুল ইসলাম (৪২), তার মেয়ে মিথিলা ফারজানা তাসনিম (২০)।

হাসপাতালের চিকিৎসক আহতদের মধ্যে চিলমারী উপজেলার অষ্টমির চর এলাকার বাহাদুের ছেলে আনোয়ার ইসলাম (৪২) ও উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের চন্ডিযান এলাকার আইনুদ্দিনর ছেলে বীরমুক্তিযাদ্ধা আব্দুল জলিল (৮০) এর অবস্থা  আশংকাজনক হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসার পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ  করেন।

নিহত তাজুল ইসলাম চিলমারী উপজলার অষ্টমির চর এলাকার জাফর হাসনর পুত্র। তিনি আহত আব্দুল ওহাবর জামাতা। অপর আহত জামাতা ওবায়দুল ইসলাম, নাতনি তাসনিমা, ভাগিনা আনায়ার ও আত্বিয় আব্দুল জলিল।

উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুভাষ চদ্র সরকার বলেন, সড়ক দূর্ঘটনায় আহত তাজুল ইসলাম কে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মত্যু হয়। ওই ঘটনায় আশংকাজনক অবস্থায় দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর তিনজন উপজেলা স্বাস্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির জানান, ট্রাকচালক কে আটক করে ট্রাকটি হেফাজতে নেয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের  জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews