মহেশপুর প্রতিনিধি।।
অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিজিবি ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত থেকে নারীসহ ৯ জনকে আটক করেছে ।
বুধবার (২০ এপ্রিল) সকালে মাটিলা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে শুন্য লাইন থেকে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- মিসকাদ সরদার (২৮), জামিলা (৭০), নুপুর সুলতানা (২২),সজল বিশ্বাস (৪৭), সুজন বিশ্বাস (৫০), এখলাছ শেখ (৩৭), আরিফুল খান (২৯), নির্মলা বিশ্বাস (৬০), মঞ্জু বিশ্বাস (৫০), । এরা সবাই খুলনা, নড়াইল ও গোপালগঞ্জ এলাকার বাসিন্দা ।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পথে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় ৯ জনকে আটক করা হয়েছে।
তিনিজানান,আটককৃতদের মহেশপুর থানায় সোপার্দ্দ করা হয়েছে।