ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।
খুলনার ডুমুরিয়ায় প্রেম ঘটিত ব্যাপারে অনিক ঢালী (১৬) নামের কিশোরকে হত্যা করার অভিযোগ উঠেছে।
ডুমুরিয়া থানা পুলিশ মঙ্গলবার (২৬ এপ্রিল ) বিকেলে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের ধানিবুনিয়া খুটার খাল থেকে ভসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে।
নিহত অনিক ঢালী ওই এলাকার নিত্যানন্দ ঢালীর ছেলে এবং বান্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।
পুলিশ সুত্রে জানা গেছে, মৃত অনিক ঢালীর সাথে তারই এক বান্ধবীর প্রেমজ সম্পর্ক চলছিল। যা নিয়ে সহপাঠী রাজু সরকার (১৭) মানতে পারছিল না। বিষয়টি নিয়ে অনিক-রাজুর মধ্যে কয়েক দফা কথা কাটাকাটি ও বিবাদ হয়। এক পর্যায়ে গত সোমবার বিকেলে রাজু বেড়াতে যাওয়ার কথা বলে কৌশলে অনিককে নির্জন স্থানে হিসেবে ধানিবুনিয়া খুটার খালের পাশে নিয়ে যায়। সেখানে ফেলে লাঠি দিয়ে তাকে মারপিট করে খালের পানিতে ফেলে পালিয়ে যায়। পরদিন মঙ্গলবার বিকেলে স্থানীয়রা খালের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ শেখ কণি মিয়া বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে, মৃত অনিক প্রেমের সম্পর্কের কারণে খুন হয়েছে। নিহতের ঘাড়ের পেছনে ও পিঠে লাঠি দিয়ে আঘাতের চিহ্ন দেখা গেছে।
এঘটনায় তার সহপাঠী রাজু সরকারসহ ঘটনার সাথে সম্পৃক্ত তার প্রেমিকা ও পিয়াল সরকার, নিলয় নামের ৪/৫জনকে থানায় আনা হয়েছে। এছাড়া মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।