মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাট সদর হাসপাতালের এক জ্যেষ্ঠ সেবিকাকে আহত অবস্থায় হাসপাতালের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, জরুরি বিভাগের সামনের রাস্তা থেকে বুধবার বিকালে নার্স সারাবন তহুরাকে জ্ঞানহীন অবস্থায় উদ্ধার করে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
তহুরার বাড়ি জেলার ফকিরহাট উপজেলার কাঁঠালতলা গ্রামে।
অসীম বলেন, ২০১৬ সালে তহুরা তাদের হাসপাতালে সেবিকা হিসেবে যোগ দেওয়ার পর থেকেই হাসপাতালের ডরমেটরিতে থাকতেন। মঙ্গলবার রাতে তহুরা হাসপাতালে নাইট শিফটের দায়িত্বে ছিলেন। বুধবার সকাল ৮টায় তিনি ডরমেটরিতে ফিরে যান। এরপর তিনি ডরমেটরি থেকে কখন কোথায় বেরিয়েছিলেন, তা কেউ বলতে পারছে না।
বিকালে হাসপাতালের জরুরি বিভাগের সামনের রাস্তায় তহুরাকে জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালের ভেতরে নিয়ে আসে। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত খুলনায় পাঠিয়ে দেন।
তহুরার শারীরক অবস্থা সঙ্কটাপন্ন; তাকে চিকিৎসকেরা আইসিইউ’তে নিরীড় পর্যবেক্ষণে রেখেছেন বলে জানান অসীম।
তিনি বলেন, “তহুরার তার মুখে, নাকে, কপালে ও মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে তিনি কোথায় কিভাবে আহত হয়েছেন বা তাকে কারা কখন হাসপাতালের সামনের রাস্তায় ফেলে রেখে গেছে তা এখনো জানতে পারিনি। তিনি সুস্থ হলে বিষয়টি জানা যাবে।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, পুলিশকে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। তারা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।