ডুমুরিয়া প্রতিনিধি।।
খুলনার ডুমুরিয়ায় পৃথক ২’টি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সাথে গুরুতর আহত হয়েছেন ৪জন। নিহতদের মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ডুমুরিয়া মহিলা কলেজ মোড়ে প্রাইভেট কার ও ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে ৬মাস বয়সী শিশু ইব্রাহীম হোসেন রাব্বি মারা গেছে।
নিহত রাব্বির বাবা শরিফুল ইসলাম (২৬) ও মা রাবেয়া বেগম (২০) ডুমুরিয়া বাসস্ট্যান্ড থেকে একটি ইঞ্জিন চালিত ভ্যান যোগে বাড়ি ফেরার সময় ডুমুরিয়া কলেজ মোড়ে পৌছালে সাতক্ষীরা গামী প্রাইভেট কার যার নং-খুলনা মেট্রো ঘ ১১-০১৬০ ওই ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু ঘটে এবং গুরুতর অবস্থায় তার মা রাবেয়া’কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাবা শরিফুল ইসলামকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপরদিকে এ ঘটনার ১০মিনিট পরেই উপজেলার বরাতিয়া নামক স্থানে বাসের ধাক্কায় রণি বিশ্বাস (৩০) নামের এক মটর সাইকেল আরোহী মারা গেছে। সে নড়াইল জেলার আকোশপাড়া এলাকার নিমাই বিশ্বাসের ছেলে। প্রাথমিক ভাবে জানা গেছে, নিহত রনি বিশ্বাস ঈদের ছুটিতে উপজেলা শোভনাস্থ শ্বশুর বাড়ি ও বরাতিয়াস্থ মাসিমা ও বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। বিকেলে সে বরাতিয়ার মাসিমার বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হয়। এরপর বরাতিয়ার মোড়ে খুলনাগামী যাত্রীবাহী বাসের সাথে ধাক্কায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কণি মিয়া জানান, অল্প সময়ের মধ্যে খুলনা-সাতক্ষীরা সড়কের দুইটি স্থানে দুর্ঘটনা হয়েছে। নিহতের মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং সুরোতহাল রির্পোটসহ স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।