শার্শা প্রতিনিধি।।
যশোরের শার্শা উপজেলার বেনাপোলে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা মগর আলী (৬৪) খুন হয়েছে ।
শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় কাগজপুকুর বাজারে মগর আলীর সঙ্গে তার ভাই আরব আলীর বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ভাতিজা হারুনের ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়।
নিহত মগর আলী বেনাপোল পোর্ট থানার কাগমারী এলাকার বাসিন্দা।
হামলায় আহত অন্যরা হলেন- নিহত মগর আলীর ছেলে হাসান আলী ও তার পৌত্র ইয়াসিন। ইয়াসিনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জসীম উদ্দিন জানান, বেনাপোল থেকে অস্ত্রের আঘাত নিয়ে চারজন এসেছেন। তাদের মধ্যে তিনজনকে ভর্তি রাখা হয়েছে। একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল উদ্দিন ভুঁইয়া জানান, হত্যাকাণ্ডে জড়িতদের একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।