ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতির ছোট সন্তান আফছানকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার সহধর্মিণী দিলজাহান রত্নার অবস্থাও আশঙ্কাজনক।
তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। সদরপুর-ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের জানান, এলাকার আধিপত্য নিয়ে ছানু মোল্যার ছেলে এরশাদের সঙ্গে বনিবনা না হওয়াকে কেন্দ্র করে চেয়ারম্যানের সঙ্গে বিরোধ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এরশাদ তার লোকজন নিয়ে চেয়ারম্যান বাড়িতে হামলা করে। এ সময় তার ছোট পুত্র আফছানকে নিশৃংসভাবে কুপিয়ে হত্যা করে। ছেলেকে বাঁচাতে আসলে স্ত্রী দিলজাহান রত্নাকেও কোপায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে