রফিকুল ইসলাম (নিজস্ব)প্রতিনিধি।।
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জনসচেতনতামূলক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে রবিবার (২২ মে,) সকাল সাড়ে ১০ টায় উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ।
ডাঃ আব্দুল লতিফ এসময় বলেন, এখন বন্যা শুরু হয়েছে তাই আমাদের চারপাশে বিভিন্ন সাপের উপদ্রব বেড়ে যাবে। আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সাথে সাথে শনাক্ত করতে হবে যে কি সাপে কামড় দিয়েছে । তিনি বলেন, শনাক্তকরনে্র আর একটা উপায় আছে সেটা হলো, যদি অনেক দাঁত থাকে তবে সে কামড় বিষধর নয় আর যদি দুইটা দাঁত থাকে তবে সেই কামড়ে বিষ আছে বুঝতে হবে। তাই রোগীকে সাথে সাথে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে।
তিনি শুধু সাপের কামড় বলে কথা নয় যে কোন কীট/জীব/জন্তু কামড়ালে দেরি না করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাগিদ দেন।
জ্বরায়ু বিশেষজ্ঞ খুলনা বিভাগীয় সমন্বয়কারী ডাঃ দারাশিকা মিয়া বলেন, ৩০থেকে ৬০বছর বয়সী মহিলাদের প্রত্যেকের জ্বরায়ু পরিক্ষা করা ভালো, তাহলে বোঝা যায় তার ওখানে ক্যানসার হয়েছে কিনা। আর এই পরিক্ষা ও সেবা সম্পুর্ন ফ্রি।
এছাড়া ডায়রিয়া, ডেঙ্গু ও বন্যাকালীন স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বাড়াতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, মেডিকেল অফিসার ডাঃ মারুফ হোসেন, সখিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্মল কুমার মন্ডল, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক কে,এম রেজাউল করিম ছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল প্রধান, মসজিদের ইমাম সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।