রাকিবুল হাসান,কুড়িগ্রাম।। রৌমারীতে মা ও শিশু সন্তানকে গলা কেটে হত্যা মামলার দুই জন আসামিকে আটক করেছে র্যাব।
বুধবার (২৫ মে) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে প্রেস ব্রেফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান, র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি দল। র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর কমান্ডর আশিক উজ্জামান জানান,রৌমারীতে মা শিশু সন্তানকে গলা কেটে হত্যা মামলার দুই জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
আটককৃতরা হলেন, নিহত হাফসা আক্তারের উকিল বাবা, উপজেলার শৌলমারী ইউনিয়নের ওকড়াকান্দা গ্রামের গোলাম শহিদের ছেলে জাকির হোসেন (২৮) ও নিহতের দেবর একই এলাকার মৃত বাহাদুরের ছেলে চাঁন মিয়া (৪৩)।
র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর কমান্ডর স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান আরোও বলেন, ঘটনাটি নিয়ে মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে, ভিকটিমের বাবা হারুন অর রশিদ বাদী হয়ে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণের মাধ্যমে আসামীদের চিহ্নিত করে অবস্থান নিশ্চিত করেন। পরে, গত মঙ্গলবার (২৪ মে) আনুমানিক দুপুর ২ ঘটিকার দিকে র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বকসিগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে, রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ওকড়াকান্দা গ্রামের গোলাম শহিদের ছেলে জাকির হোসেন ওরফে জফিয়েল হক (২৮) ও একই গ্রামের পলাতক প্রধান আসামি মৃত বাহাদুর আলীর ছেলে চাঁন মিয়া (৪৩) কে আত্মীয়ের বাড়ি থেকে আটক করে।