রাজেশ গৌড় ।। নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির উদ্যেগে অসহায় এবং হতদরিদ্র রোগীদের দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার লেংগুড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন কলমামাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, ইউএনও মো. আবুল হাশেম, লেংগুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, লেংগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, ৩১বিজিবির এডি মমিনুল হক, লেংগুড়া বিওপির সুবেদার মো. সেলিম ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, নূরুল ইসলাম নুরু, সুলতান মিয়া, আতিকুর রহমান, আলী নেওয়াজ প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে যেসকল চিকিৎসকরা সেবা প্রদান করেন তারা হলেন, বারহাট্রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. প্রিয়াংকা রানী দাস, ডা. মাহেরা জামিম মীম, মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. কবির হাসান। লেংগুড়া ইউনিয়নের প্রায় ৫শ অসহায় এবং দরিদ্র রোগীদের মাঝে এই সেবা দেওয়া হয়। বাড়ির কাছে বিনামূল্যে এই সেবা পেয়ে রোগীরা খুব খুশি।