ডেস্ক রিপোর্রট।।
নবনির্বাচিত ইউপি মেম্বর কে হাতুড়িপেটা করে হাত-পা ভেঙ্গে দিয়েছে নবনির্বাচিত অপর কে ইউপি মেম্বর ও তার সহযোগীরা।
ঘটনাটি মঙ্গলবার (৩১মে) বেলা ১১টার দিকে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ফলসী ইউনিয়নের সড়াতলা গ্রামের কবরস্থানের কাছে ঘটে।
হাতুড়িপেটার শিকার ইউপি মেম্বর ওয়াসীম সাজ্জাদ নাইস। অভিযুক্ত নবনির্বাচিত ইউপি মেম্বর টিক্কা ও তার সহযোগীরা।
পরিবারের সদস্যেরা জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে নাইস তার ব্যবসায়ীক কাজ শেষে মান্দিয়া বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফেরার পথে আগে থেকে অবস্থান নেওয়া টিক্কা, সুমন, শাহিন ও হিট্টা লোহার রড ও হাতুড়ি দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে নাইসের হাত-পাসহ সারা শরীরে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।