বাঘারপাড়া প্রতিনিধি।। যশোরের বাঘারপাড়া থানা পুলিশ বিভিন্ন মামলায় পলাতক ১২ জন আসামীকে
গ্রেফতার করেছে । সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন- বাঘারপাড়া উপজেলার ৮নং বাসুয়াড়ী ইউনিয়নের চাড়াভিটা রগুনাথপুর গ্রামের
মৃত মোমরেজ শেখের ছেলে ইমান আলী, রায়পুর ইনিয়নের আজমেহেরপুর গ্রামের মৃত মোবারেক মোল্যার
ছেলে নিকমাল মোল্যা,ইসমাইল মোল্যার ছেলে ছাদ্দাম হোসেন,নিকমল মোল্যার ছেলে রজিবুল হোসেন।
একই উপজেলাধীণ মহিরণ গ্রামের মৃত হাশেম শেখের ছেলের তজিম উদ্দীন, উপজেলার খলশী গ্রামের জালাল
তরফদারের ছেলে বায়জিদ হোসেন(২৮),একই গ্রামের সালেহ আহম্মেদ তরফদারের ছেলে সাইফুল্যাহ(৩৫),মৃত
শরিতুল্যার ছেলে আঃ রশিদ মোল্যা(৪২),হারুন মোল্যা(৪৭) এবং দাউদ আলী মোল্যা (৫০)। এছাড়া বাঘারপাড়া
উপজেলার দক্ষিণ শ্রীরামপুরের মৃত হাশেম মোল্যার ছেলে মুরাদ মোল্যা এবং ধলগ্রাম ইউনিয়নের বল্যামুখ
গ্রামের শওকত মোল্যার ছেলে নাজির মোল্যা।
পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামিরা গোপনে
এলাকায় অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।