রফিকুল ইসলাম দেবহাটা।।
দেবহাটায় ম্যাডকল নামে বিশুদ্ধ খাবার পানির শুভ উদ্বোধন করা হয়েছে। দেবহাটা উপজেলার ঈদগাহ বাজারে সমবায় ভিত্তিক বিশুদ্ধ খাবার পানি প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আলহাজ্ব মঈনউদ্দীন ময়না।
সোমবার(১৩ জুন) বিকাল সাড়ে ৫ টা সখিপুর ইউনিয়নের ঈদগাহ বাজারস্থ প্রকল্প কার্য্যালয় চত্বরে ‘সমবায় ভিত্তিক বিশুদ্ধ খাবার পানির প্লান্টের’ উদ্বোধন প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় দেবহাটা বিআরডিবি চেয়ারম্যান জাকির হোসেন, ইউপি সচিব মহাসিন আলী, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সমবায় অফিসের অডিটর মালতী রানী প্রমুখ উপস্থিত ছিলেন।