রাজেশ গৌড়।।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক সীমান্তে বন্যার্ত এবং অসহায় জনসাধরাণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সদর দপ্তর বিজিবি, চিকিৎসা শাখা, ঢাকা এর নির্দেশনার আলোকে আজ বৃহস্পতি সকাল ১১টায় ভারপ্রাপ্ত সেক্টর মেডিক্যাল অফিসার, ময়মনসিংহ এর তত্ত্বাবধানে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর সীমান্তবর্তী মহেশখোলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানায় বন্যা কবলিত অসহায় দুঃস্থ ও দরিদ্র জনসাধারণের মাঝে করোনা ভাইরাস মহামারি এবং বর্তমান বৈরি আবহাওয়া ও প্রতিকূল পরিবেশের মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।
উক্ত ক্যাম্পেইনে অধিনায়ক, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি), মেডিক্যাল অফিসার, স্টাফ অফিসার, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ক্যাম্পেইনে বিভিন্ন প্রকার ঔষুধ যেমন-এ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, লোরাটিডিন, প্যারাসিটামল, সেফিক্সিম, সেফ্রাডিন, অমিপ্রাজল, ডক্সিসাইক্লিন এবং আরএসসহ সর্বমোট ৬৫টি গ্রুপের ২১,৫০০টি বিভিন্ন প্রকার ট্যাবলেট/ক্যাপসুল/ সিরাপ/ওয়েনমেন্ট বিতরণ করেন।।