ডেস্ক রিপোর্ট।।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় চার জন মারা গেছেন। এ সময়ে শনাক্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। গতকাল শনাক্ত ছিল ২ হাজার ২৪১ জন।
বৃহস্পতিবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদফতর জানায়, আজকের ৪ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৪৯ জনের এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৫ জন।
এ দিন সুস্থ হয়েছেন ২৯০ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭ হাজার ৫০৯ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৮২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৮২টি। এখন পর্যন্ত এক কোটি ৪৩ লাখ ৪৭ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।