মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি
শরণখোলার বিভিন্ন হাট বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গনসংযোগ করছেন বাগেরহাট-৪ আসনের (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদ সদস্যএ্যাডঃআমিরুল আলম মিলন। বৃহস্পতিবার (১৪জুলাই) উপজেলার আমড়াগাছিয়া ও তাফালবাড়ি বাজার থেকে এ গনসংযোগ শুরু করেন তিনি। এসময় এমপি মিলন এলাকাবাসির সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পথ সভার মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।
শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মেজবা উদ্দিন খোকন জানান, এমপি আমিরুল আলম মিলন সব সময় জনগনের পাশে থাকেন। মানুষের সুখে দুখে তাদের কাছে ছুটে যান। তাই এবারের ঈদুল আযহার শুভেচ্ছা জানাতে এবং সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরতে এই গনসংযোগ
কর্মসূচি শুরু করেছেন। বৃহস্পতিবার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া ও সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজারে এবং শুক্রবার রাজাপুর ও খোন্তাকাটা ইউনিয়নের খোন্তাকাটা বাজারে গনসংযোগ করেন। এ ছাড়া রবিবার উপজেলা সদর রায়েন্দা বাজারে সকাল ১০টা থেকে গনসংযোগ করবেন। এসময় তার সাথে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ বিভিন্ন নেতাকর্মী, অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতারা উপস্থিত ছিলেন।