রাজেশ গৌড়
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র উদ্যেগে বিজিবি সদর দপ্তর , চিকিৎসা শাখা ঢাকার নির্দেশনার সীমান্তে অসহায় জনসাধরাণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা হতে বিকেল ৪ টা পর্যন্ত ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলার ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ৭১৫ জন অসহায় দুঃস্থ ও দরিদ্র জনসাধারণের মাঝে মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উক্ত ক্যাম্পেইনে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র অধিনায়ক মেডিক্যাল অফিসার, স্টাফ অফিসার, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন।
এ সময়,জনসাধারনের মাঝে এ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, লোরাটিডিন, প্যারাসিটামল, সেফিক্সিম, সেফ্রাডিন, অমিপ্রাজল, ডক্সিসাইক্লিন এবং ওআরএসসহ সর্বমোট ৬৫ টি গ্রুপের ১৮,৫০০ টি বিভিন্ন প্রকার ট্যাবলেট/ক্যাপসুল/ সিরাপ/ওয়েনমেন্ট বিতরণ করা হয়।
মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া।