ডেস্ক রিপোর্ট।।
শুক্রবার ( ৫ আগস্ট) সকাল থেকে যশোর জেলার অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ‘কামকুল একান্নবর্তী ছাত্র ও যুব সংঘ’এর উদ্যোগে “ফ্রি মেডিকেল ক্যাম্প”অনুষ্ঠিত হয়েছে।
এদিন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ও বিভাগীয় প্রধান(গাইনি ও অবস) ডা. নিকুঞ্জ বিহারী গোলদার শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। পরে বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ী এবং বিজেতাদের মধ্যে তিনি পুরস্কার বিতরণ করেন। বিশিষ্ট সমাজ সেবক আনসার আলী মোল্যার সহযোগিতায় আয়োজিত ক্যাম্পের আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন কামকুল প্রা: বিদ্যালয়ের সভাপতি মো: আবু বক্কর মোল্যা।
বিশেষ অতিথি ছিলেন,প্রধান শিক্ষক মিনা মো: মোয়াজ্জেম হোসেন,পাথালিয়া পুলিশ ক্যাম্পের এস আই মো: শামসুর রহমান।
ডা. নিকুঞ্জ বিহারী গোলদার বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্প এখানেই শেষ নয়,আমি যশোরের বিভিন্ন অঞ্চলে,বিশেষ করে অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়ার সুবিধা বঞ্চিত মানুষের জন্য ক্যাম্প পরিচালনা করবো।
তারপর জেলার অন্যান্য স্থানেও মানুষের সেবা করার ইচ্ছা রয়েছে। আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করি,ধারণ করি মুক্তিযুদ্ধের চেতনা। দেশ সেবার মাধ্যমে আমি এগিয়ে যেতে চাই। মানব সেবাই আমার ধর্ম,আমার কর্ম।