ডেস্ক রিপোর্ট।।
লাইসেন্স না থাকায় বাঘারপাড়ার খাজুরার মা জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনোস্টিক সেন্টার ও রহিমা ফিজিওথেরাপি হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া, নিউ মাতৃসেবা ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টারকে ১৪ দিনের সময় দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়,খাজুরার মা জেনারেল ডায়াগনোস্টিক সেন্টার ও রহিমা ফিজিওথেরাপি হাসপাতাল নামে দু’টি প্রতিষ্ঠান অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে বলে জানতে পারে স্বাস্থ্য বিভাগ।,মঙ্গলবার সকালে ওই দু’টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানকালে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ওই দু’ ডায়াগনস্টিকের কর্তৃপক্ষ। সেখানকার অস্ত্রপচার কক্ষে নানা ত্রুটি দেখা যায়। বিশেষজ্ঞ চিকিৎসক ও ডিপ্লোমা ডিগ্রিধারী সেবিকা ছাড়াই তারা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এখানে চিকিৎসাসেবার নামে মানুষের সাথে প্রতারণার ফাঁদ পাতা হয়। যে কারণে এ দু’ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া, নিউ মাতৃসেবা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র আগামী ১৪ জনের মধ্যে আপডেট করতে নির্দেশ দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রেহেনেওয়াজ রনি, নাসিম ফেরদৌস, সাহিদুর রহমান ইমন ও প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান। সুত্র-গ্রামের কাগজ