মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) উপজেলা বিএনপির অস্থায়ী কার্যলয়ে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শরণখোলা উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থাস্থ্য ও রোগমুক্তি কামনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ ফজলুল হক তালুকদারের সভাপতিত্বে ও যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান শিমুল গাজীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাজাহান দুলালসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।