বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।
যশোরের বাঘারপাড়ায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে। বুধবার জুনোটিক ডিজেজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এ দিবসটি পালন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরূপ জ্যোতি ঘোষ ‘র সভাপতিত্বে এ সংক্রান্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাক আহমেদ, ডা. চিন্ময় মিত্র,ডা. খাদেমুল এহসান, পৌরসভার কাউন্সিলর শহিদুল ইসলাম, নাসিং ইনচার্জ কনিকা রায় প্রমুখ।
আলোচনা সভায় জলাতঙ্ক রোগের ধারনা ও করনীয় সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরূপ জ্যোতি ঘোষ ।