মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।
দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম/২০২২ বাস্তবায়ন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প. প. কর্মকর্তা ডাঃ তেং মং এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেহেদী হাসান ডাক্তার তামান্না তাজরীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রিয়াজুল হক, দৈনিক ইনকিলাব পত্রিকার মির্জাগঞ্জ প্রতিনিধি মেহেদী হাসান মুবিন ও দৈনিক আমাদের নতুন সময় মির্জাগঞ্জ প্রতিনিধি ইলিয়াস হোসাইন।
জলাতঙ্ক নির্মূল ও কুকুরের টিকাদান কর্মসূচীর কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের ভেটেরিনারি অফিসার ডা. তাহমিদ হাসান ইমতিয়াজ, প্রকল্প সুপারভাইজার জনাব কাওসার আহমেদ।