1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
শ্যামনগরে উদ্ভাবনী মেলার উদ্বোধন করলেন এমপি জগলুল হায়দার - টেলিগ্রাফ বাংলাদেশ
শনিবার, ১০ মে ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান এনসিপির ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব’—অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আব্দুল হামিদের দেশত্যাগে সরকার নির্লিপ্ত? তারেকের অভিযোগ কাশিমপুর মহিলা কারাগারে সেলিনা হায়াৎ আইভী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার শ্যামনগরে দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া “সাগর পাড়ের জীবন যুদ্ধ” অনুষ্ঠিত শরণখোলায় গরু চুরি করে জবাই দিয়ে মাংস নিয়ে যাচ্ছে চোর চক্র  পাকিস্তান-ভারত সংঘাত: ড্রোনে হামলা, পাল্টা জবাবে উত্তেজনা জাতিসংঘের প্রতিবেদন বিবেচনায়, আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিত ভারতের হ্যারোপ ড্রোন ভূপাতিত করছে পাকিস্তান

শ্যামনগরে উদ্ভাবনী মেলার উদ্বোধন করলেন এমপি জগলুল হায়দার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৪০ জন খবরটি পড়েছেন

অনাথ মন্ডল, শ্যামনগর।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস, এম, জগলুল হায়দার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে বুধবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মর্ডান স্কুলের মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়।

শ্যামনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে অনেকদূর এগিয়ে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য উত্তরসূরি সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ সক্ষমতা জানান দিয়েছে। ইন্টারনেট প্রযুক্তি আমাদের হাতে হাতে। বাড়ি বসেই সরকারি সমস্ত সেবা আপনি পেতে পারেন। তাই আওয়ামী লীগ সরকারের বিকল্প কোনো সরকার হতে পারে না। শেখ হাসিনার সরকার বারবার দরকার।

উপজেলার মর্ডান স্কুল মাঠে অনুষ্ঠিত মেলায় পৃথক পৃথক প্যাভিলিয়নে ডিজিটাল উদ্ভাবনী বিষয়ক বিভিন্ন স্টল দেওয়া হয়েছে। প্যাভিলিয়নগুলোতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা (ডিজিটাল সেন্টার, পোস্ট-ই সেন্টার, ই-কমার্স, আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠানসমূহ), শিক্ষা, দক্ষতা ও উন্নয়ন এবং কর্ম সংস্থান বিষয়ে উপস্থাপন করা হয়। মেলা সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে। মেলায় ডিজিটাল সেবার মান উন্নয়নে নাগরিকদের মূল্যায়ন সম্পর্কে অনলাইনে মতামত গ্রহণের ব্যবস্থা করা হয়। এছাড়া, শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন , সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, থানার ওসি তদন্ত মোঃ জিল্লাল হোসেন, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবর কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ,বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী বৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews