ঝিকরগাছা প্রতিনিধি।
ঝিকরগাছায় নিজ বাড়ির খাটের নীচ থেকে ১২ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধায় ঘটনাটি ঘটে।
রাহুল হোসেন ঝিকরগাছা গদখালী ইউনিয়নের বামনালী সায়েমপাড়া গ্রামের শাহাজাহানের ছেলে।
ঝিকরগাছা থানার ওসি সুমনভক্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বাবা জানায়, তিনি ও তার স্ত্রী সকালে ডাক্তার দেখাতে যান এবং দুপুরে বাড়ি ফিরে আসেন। এরপরে সন্ধায় রাহুলকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে বাড়ির খাটের নীচে তার মরদেহ দেখতে পাই। বিষয়টি পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষযে ঝিকরগাছা থানার ওসি সুমনভক্ত জানান, মরদেহ উদ্ধারের পর যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে।