সন্তোষ অধিকারীর ব্যতিক্রম আয়োজন
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।
যশোরের বাঘারপাড়ায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গৌরব গাঁথার গল্প বলা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রজন্ম থেকে প্রজন্ম, বয়ে যাক মুক্তিযুদ্ধের চেতনা শ্লোগান নিয়ে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে এ অনুষ্ঠানের আয়োজন করেন সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।
দোহাকুলাস্থ রাই-কমল নিজ বাড়ির আঙ্গিনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গল্প শোনান মুক্তিযোদ্ধারা। বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা বিদ্যালয়,বালিকা দাখিল মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের গল্প শুনতে আসেন। এ সময় শিক্ষার্থীদের মনোযোগসহকারে গল্প শুনতে দেখা যায়। এমন আয়োজনে আসতে পেরেও খুশি মুক্তিযুদ্ধের পরে জন্ম নেওয়া এসব কিশোর কিশোরিরা।
এ সময় উপস্থিত ছিলেল বীর মুক্তিযোদ্ধা ছদর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন রায়,বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন, মাস্টার আব্দুর রহমানসহ শিক্ষার্থীদের অভিভাবকেরা।
অনুষ্ঠানের আয়োজক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী মুক্তিযুদ্ধের সময়কার নানা ঘটনার কথা উল্লেখ করে বলেন, লাঠি-ধনুক, দা-খুন্তা হাতে নিয়ে আমরা পাঁচ বন্ধু একসাথে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আমি তখন ম্যাট্রিকের (এসএসসি) পরিক্ষার্থী। জীবনের মায়া বিসর্জন দিয়ে যুদ্ধে নেমেছিলাম সেদিন। বঙ্গবন্ধু আমাদের আদর্শ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদেরকে সাহসী করে তুলতে হবে। ছোট নয়, স্বপ্ন থাকতে হবে বড়। দেশকে ভালোবাসতে হবে।কাজ করে যেতে হবে মানুষের কল্যাণে।
পরে মুক্তিযোদ্ধা-ছাত্র জনতার অংশগ্রহণে আনন্দ র্যালি ও রোডমার্চেরও আয়োজন করেন সাবেক এই অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারী। এদিন বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শুরু হয়ে রোডমার্চটি সমগ্র পৌরসভা এলাকা প্রদক্ষিণ করে।