বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি)্#৩৯;র আওতায় ২৩ টি কমিউনিটি ক্লিনিক ও ৯ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ফার্ণিচার ও মেডিকেল সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী। পরিকল্পনা ও ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির
হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অরুপ জ্যোতি ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক, উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার মোস্তাক আহমেদ, আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান চিশতী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার খায়রুল আলম খান প্রমুখ।