1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
আপনি বিয়ে করলে আমরা বরযাত্রী হয়ে যাব-লালু - টেলিগ্রাফ বাংলাদেশ
রবিবার, ২৯ জুন ২০২৫, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
উপকূলে সুপেয় পানি অধিকার সচেতনতায় “পানির কথা” অনুষ্ঠিত ছাত্রকে বস্তায় ভরে ছাদে ফেলে রাখার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত উত্তরায় দাঁড়িয়ে থাকা পথচারীর ওপর উঠে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের ২৫ বছর পর ফের পরীক্ষার টেবিলে: মেয়ের সঙ্গে এইচএসসি দিচ্ছেন বাবা গাজায় একদিনে ৮১ প্রাণহানি, আহত চার শতাধিক ফাঁস হওয়া ফোনালাপে উত্তাল থাইল্যান্ড: প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি ১০ টাকা না পেয়ে মায়ের মাথায় দায়ের কোপ: নান্দাইলে মৃত্যুশয্যায় মা ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই’: ড. ফরিদুজ্জামান ফরহাদ নসিপি’র সরকার গঠনের দৃঢ় প্রত্যয়: বুলেটের পর ব্যালটে বিপ্লবের ইঙ্গিত নাসীরুদ্দীনের

আপনি বিয়ে করলে আমরা বরযাত্রী হয়ে যাব-লালু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৫৩ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

এখনও বিয়ে করেননি রাহুল গান্ধী। কবে তিনি বিয়ে করবেন সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। রাজনীতির বাগ্‌যুগ্ধের মধ্যেই বার বার বিয়ে নিয়ে নানা জনের প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে।

তবে এবার তার বিয়ে নিয়ে স্বয়ং মা সোনিয়া গান্ধীর কাছেই জবাব চাইলেন হরিয়ানার এক নারী কৃষক। সম্প্রতি দিল্লিতে সোনিয়ার বাড়িতে গিয়েছিলেন হরিয়ানার সোনিপতের নারী কৃষকরা। সেখানে তাদের সঙ্গে দেখা করেছেন সোনিয়া, রাহুল এবং প্রিয়ঙ্কা গান্ধী। সেই সাক্ষাতের নানা টুকরো টুকরো মুহূর্তে ক্যামেরাবন্দি করা হয়েছে।
ভিডিওতে সোনিয়া গান্ধীর পাশে বসে রাহুলের বিয়ের প্রসঙ্গ টানেন এক নারী কৃষক। প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গেই জবাব দিয়েছেন সোনিয়া। তার জবাব, ‘‘আপনারা পাত্রী দেখুন না!’’ সোনিয়ার এ কথা শুনে সেই সময় অন্য নারীরা হেসে ফেলেন। কিছুটা দূরে বসা রাহুলের মুখেও তখন লাজুক হাসি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৫৩ বছর বয়সেও ‘বিয়ে কবে করছেন’ প্রশ্ন বার বারই শুনতে হয় রাহুলকে। গত মাসে পটনায় বিরোধীদের বৈঠকে রাজনৈতিক আলোচনার মধ্যে আচমকাই রাহুলকে বিয়ের পরামর্শ দেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। লালুর কথা শুনে তখন বিরোধীদের বৈঠকের গুরুগম্ভীর পরিবেশ এক লহমায় বদলে যায়।

রাহুলের উদ্দেশে লালু বলেন, ‘‘রাহুলজি এ বার বিয়েটা করেই ফেলুন। এখনও বিয়ের বয়স খুব বেশি পেরোয়নি। আমার কথা শুনুন। বিয়েটা করে নিন।’’ এতেই থামেননি প্রবীণ নেতা। তিনি আরও বলেছিলেন, “আপনার মা আমাকে বলেছিলেন, আপনি তার কথা শোনেন না। বিয়ের জন্য উনি আমাকেই রাজি করাতে বলেছিলেন আপনাকে। আপনি বিয়ে করলে আমরা বরযাত্রী হয়ে যাব।’’

রাহুলের বিয়ে নিয়ে মাঝেমধ্যেই আলোচনা চলে। ‘ভারত জোড়ো যাত্রা’র সময়ও এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল রাহুলকে। সব সময়ই এই প্রশ্ন শুনে হেসেছেন রাহুল। আবার কখনও বলেছেন, তার জীবনে ‘বিশেষ কেউ নেই।’ কেমন পাত্রী পছন্দ, সে নিয়েও অতীতে মুখ খুলেছেন কংগ্রেস সাংসদ। বলেছিলেন, ‘‘মনের মতো পাত্রী পেলেই বিয়ে করব।’’
হরিয়ানার নারী কৃষকদের সঙ্গে কাটানো মুহূর্তের কথা নিজেই টুইট করেছেন রাহুল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews