বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। সোমবার যশোরের বাঘারপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা
গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকাল
চারটায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপে প্রতিদ্ধনীতা করে আজমেহেরপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাড্ডাহাড্ডি
লড়াইপূর্ণ এ খেলায় টাইব্রেকারে ১-৪ গোল আজমেহেরপুর জয় লাভ করে।
দিনের অপর খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে ধলগ্রাম ও হাবুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলায় প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে ধলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ খেলায় ০-৩ গোলে ধলগ্রাম
সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের মুহায়মিনুল ৩
গোল করে হ্যাট্রিক করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির সভাপতিত্বে পুরষ্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা,
ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, আমিনুর রহমান সরদার, রবিউল ইসলাম রবি, জাকির
হোসেন, আসাদুজ্জামান মিন্টু, বাঘারপাড়া পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম, উপজেলা
রিসোর্স সেন্টারের সহকারি ইনস্ট্রাক্টর মাহবুবুর রহমান, বাঘারপাড়া রেফারি কল্যাণ সমিতির
সভাপতি শচীনন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাঘারপাড়া প্রাইমারি
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম দোস্তগীর প্রমুখ।