যশোরে পুলিশের বাধা উপেক্ষা করে জনসমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। তবে নেতারা অভিযোগ করেন, জনসভায় আসার পথে নেতাকর্মীদের পুলিশ বাঁধা ও বিনা উস্কানিতে লাঠিচার্জ করেছে।
এ সময় ৭ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে পুলিশের বাধা উপেক্ষা করে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন তারা। এক পর্যায়ে দলীয় চত্বর ছাড়াও পুরো লালদীঘি চত্বর নেতাকর্মীদের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে যায়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, দুপুর থেকে বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসতে শুরু করে। তবে এর আগে থেকে পুলিশ লাঠি ও অস্ত্র নিয়ে পুরো কার্যালয় এলাকা নিয়ন্ত্রণে নেয়। সভায় নেতাকর্মীদের মিছিল নিয়ে আসলে বাধা দেয়। পরে মিছিলবাদে নেতাকর্মীদের এক এক করে ঢুকতে দেয় পুলিশ। এমনকি বিনা উস্কানিতে লাঠিচার্জও করেছে পুলিশ। তাছাড়া ৭ নেতাকর্মীকে আটক করে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা আন্দোলনের চুড়ান্ত মূর্হতে রয়েছি। এই সময়ে পিছিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। আমরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আসার যে শপথ নিয়েছি সেই শপথ থেকে পিছিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো।
জেলা বিএনপি যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ সাবেরুল হক সাবু, টিএস আইযুব, আবুল হোসেন আজাদ, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি প্রমুখ।
অভিযোগের বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, বিএনপির কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়নি। এমনকি কাউকে আটকও করা হয়নি।