বাঘারপাড়া প্রতিনিধি। যশোর সদরের সিঙ্গিয়া আদর্শ কলেজ মাঠে বিজয়োৎসব পালিত হয়েছে।
সোমবার দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ উৎসব পালন করা হয়। এ উপলক্ষে সকাল ১০ টায়
তোপধ্বনির মাধ্যমে এ উৎসবের শুভ সূচনা করা হয়। পরে শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মচারিদের খেলাধুলা,
সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত কলেজ মাঠে শিক্ষার্থীরা আনন্দ উৎসবে মেতে উঠেন। বিকেলে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আসাদুজ্জামান খান।
কলেজ অধ্যক্ষ মফিজুর রহমান জানিয়েছেন, অনেক শিক্ষার্থী নিয়ে বাইরে শিক্ষাসফরে যাওয়া ঝুঁকিপূর্ণ। তাই শিক্ষার্থীদের বিনোদনের জন্য বিজয়ের মাসে কলেজ ক্যাম্পাসেই বিজয়োৎসবের আয়োজন করা হয়েছে। বিভিন্ন খেলাধুলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আরো জানান, যেসকল শিক্ষক নৈম্যত্তিক ছুটি কম নিয়েছেন, ক্লাসে বেশী উপস্থিত হওয়া শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়েছে এবং বিভিন্ন প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকেও পুরস্কৃত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মফিজুর রহমান, উপাধ্যক্ষ প্রদীপ কুমার নন্দী, শিক্ষক প্রতিনিধি মতিয়ার
রহমান, কামারুজ্জামান, সহকারী অধ্যাপক অজয় কুমার মল্লিক, আসলাম শেখ, জাকির হোসেন, আব্দুর
রহিম, কামরুল আলম, সাঈদুর রহিম, প্রদীপ বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক রমেশ চন্দ্র অধিকারী, অনুপ কুমার মল্লিক ও মাসুদুর রহমান।