1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
যশোরে-৪ আসনে এনামুল হক বাবুলের নৌকার মনোনয়ন বৈধ; এলাকায় বইছে আনন্দের বন্যা - টেলিগ্রাফ বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :

যশোরে-৪ আসনে এনামুল হক বাবুলের নৌকার মনোনয়ন বৈধ; এলাকায় বইছে আনন্দের বন্যা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে।
৮৮-যশোর-৪ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বৈধ ঘোষণা করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত করে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে যশোর-৪ আসনের অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা এবং বসুন্দিয়া ইউনিয়নে আওয়ামীলীগের নেতা-কর্মীদের মাঝে আনন্দের বন্যা বইতে শুরু করে।

আজ মঙ্গলবার বিকালে অভয়নগরের নওয়াপাড়া শহরে আওয়ামীলীগের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশার লোকেরা খন্ড খন্ড আনন্দ মিছিল বের করে। আদালতে এনামুল হক বাবুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। এর আগে সোমবার (১৮ ডিসেম্বর) ঋণখেলাপির অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে এনামুল হক বাবুলের রিট সরাসরি খারিজ করেন হাইকোর্ট। বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।

এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে আপিল করেছিলেন- একই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল। এছাড়াও এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে এই আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী রনজিৎ কুমার রায় আপিল করেছিলেন। শুনানি শেষে ১৩ ডিসেম্বর বাবুলের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews