অভয়নগর (যশোর) প্রতিনিধি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৮৮ যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলকে বিজয়ী করার লক্ষ্যে অভয়নগরের ঐতিহ্যবাহী পীরবাড়ী মাদরাসায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
নওয়াপাড়া পীরবাড়ীর আয়োজনে গতকাল শনিবার মাগরিবের নামাজ শেষে পীরবাড়ী মাদরাসা ভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়। গদ্দিনশীন পীর আলহাজ খাজা রফিকুজ্জামান শাহ্ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যশোর-৪ আসনে নৌকার প্রার্থী এনামুল হক বাবুল, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, প্রচার সম্পাদক শাহ্ আব্দুল মুকিত জিলানী, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আব্দুল গনি সরদার, আমেনা কওমী মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা মাসুম বিল্লাহ, মাদিনাতুল উলম মাদরাসার মুহতামিম মুফতি ইউসুফ, শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আবু তালহা, পীরবাড়ী শাহী জামে মসজিদের ইমাম মাওলানা সোহাইল, খতিব মুফতি রফিকুল ইসলাম, এসএএফ জামে মসজিদের ইমাম, চলিশিয়া কুরআনুল করীম মাদরাসার মুহতামিম মাওলানা শফিউল আলম, অভয়নগর ইসলামী ফাউন্ডেশনের কেয়ার টেকার মুন্সী সাইদুর রহমান, দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসলাম বিশ্বাস সহ অভয়নগর ইমাম পরিষদ ও উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
দোয়া পরিচালনা করেন, পীরবাড়ী মাদরাসার প্রধান মুফতি মাওলানা তৈয়্যেবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি হেলাল উদ্দিন।