1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে নৌকার সাইনবোর্ড লাগিয়ে সওজের জমি দখল - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি: নিহত ৫ ‘যে গাছে ফরহাদের ছবি আছে, সেই গাছের নিচে শপিং ব্যাগে টাকা রেখে যাবি’ জুলাই গণহত্যার বিচারের দাবিতে পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের “জুলাই দ্রোহ” বাঘারপাড়া ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে প্রথম সভা করলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ শেরপুর–মৌলভীবাজার মহাসড়কে বাসের ধাক্কায় যুবক নিহত ‘কিলার গ্যাং’ প্যাডে ৫ লাখ টাকার চাঁদা দাবি, পুলিশের হাতে ৫ জন প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ‘বৈষম্যমূলক’ নয়, ব্যাখ্যা দিল মন্ত্রণালয় ফ্লাইট এক্সপার্ট হঠাৎ বন্ধ, মালিক দেশত্যাগের অভিযোগ অভয়নগরে বিএনপির উদ্যোগে যৌথ প্রস্তুতিমূলক সভা এক বছর ম্যাচই খেলেননি, তিনিই বর্ষসেরা ক্রিকেটার

মির্জাগঞ্জে নৌকার সাইনবোর্ড লাগিয়ে সওজের জমি দখল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৭৬ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

ইলিয়াস হোসাইন। মহাসড়কের পাশে এক সারিতে তিনটি নতুন ঘর। সামনে টাঙানো নৌকা। সন্ধ্যা নামলে জ্বলে ওঠে লাল-নীল বাতি। দেখে মনে হয় আওয়ামী লীগের বড় কোনো পার্টি অফিস। কিন্তু সরজমিন জানা যায় এর বাস্তব চিত্র। নৌকাকে চালান বানিয়ে অভিনব কায়দায় সড়ক ও জনপদের জমি দখল দেয়া হয়েছে।

মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার ব্রিজের পশ্চিম পাশে নৌকা টাঙিয়ে সড়ক ও জনপদের জমি দখল নিয়ে ঘর উত্তোলন করেছে মো. মনিরুজ্জামান মনির ফকির, মো. আতিক ফকির ও মো. শফিকুল ইসলাম ফকির নামে তিন ব্যক্তি। উপজেলার প্রাণকেন্দ্রে এমন ঘটনা ঘটা শুনেও নীরব প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর। মনিরুজ্জামান মনির একজন প্রবাসী ছিলেন। সে দীর্ঘদিন দুবাইতে ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, ওই তিন ব্যক্তি আওয়ামী লীগের কোনো সংগঠনের সঙ্গেও জড়িত নয়। বাংলাদেশ সড়ক ও মহাসড়ক আইন অনুযায়ী, কোনো সড়ক বা মহাসড়কের ৬০ ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু এসব নিয়মকে তোয়াক্কা না করে সরকারি জমি দখল নিয়ে ঘর উত্তোলন করেন তারা।

এভাবে অবৈধভাবে দখলকৃত জমিতে ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুললে দিনে দিনে সংকুচিত হবে সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তি। স্থানীয় লোকজন বলেন, হঠাৎ দেখি তারা সামনে একটি নৌকা ঝুলিয়ে দ্রুত সরকারি জমি দখল করে ঘর তৈরি করেন। নৌকা দেখে কেউ কিছু বলতে সাহস করে না।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েল বেপারী বলেন, এরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নয়। জানামতে কোনো দিন ছিলও না।
অভিযুক্ত মনিরুজ্জামান মনির ফকির, আতিক ফকির ও সফিকুল ইসলাম শফিক ফকির বলেন, এটা আমদের জমি। আমাদের নিকট কাগজপত্র আছে।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান বলেন, বিষয়টি আমরা সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করবো।
বরগুনা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী এ এম আতিক উল্লাহ জানান, সরজমিন সার্ভেয়ার পাঠিয়ে
তদন্ত করা হবে। আমাদের জমি দখল করা হলে তা উচ্ছেদের জন্য ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews