1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ার গর্বিত এক বররেণ্য মুক্তিযোদ্ধা বীর প্রতীক ইসহাক - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি: নিহত ৫ ‘যে গাছে ফরহাদের ছবি আছে, সেই গাছের নিচে শপিং ব্যাগে টাকা রেখে যাবি’ জুলাই গণহত্যার বিচারের দাবিতে পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের “জুলাই দ্রোহ” বাঘারপাড়া ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে প্রথম সভা করলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ শেরপুর–মৌলভীবাজার মহাসড়কে বাসের ধাক্কায় যুবক নিহত ‘কিলার গ্যাং’ প্যাডে ৫ লাখ টাকার চাঁদা দাবি, পুলিশের হাতে ৫ জন প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ‘বৈষম্যমূলক’ নয়, ব্যাখ্যা দিল মন্ত্রণালয় ফ্লাইট এক্সপার্ট হঠাৎ বন্ধ, মালিক দেশত্যাগের অভিযোগ অভয়নগরে বিএনপির উদ্যোগে যৌথ প্রস্তুতিমূলক সভা এক বছর ম্যাচই খেলেননি, তিনিই বর্ষসেরা ক্রিকেটার

বাঘারপাড়ার গর্বিত এক বররেণ্য মুক্তিযোদ্ধা বীর প্রতীক ইসহাক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১১ জন খবরটি পড়েছেন

।। লক্ষ্মণ চন্দ্র মন্ডল ।।
বীর প্রতীক ইসহাক ১৯৪৪ সালের ১লা ডিসেম্বর যশোররের বাঘারপাড়ার ধলগ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মুজিবর রহমান মোল্যা স্বনামধন্য ব্যক্তি ছিলেন। যিনি একনাগাড়ে ৩০ বছর ধলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

মাত্র ১ মাস ১৩ দিন বয়সেই পিতৃহারা হন এই বীর প্রতীক ইসহাক। ১৯৬৮ সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় পরীক্ষা চলাকালীন তঁার মাতা মাহমুদা খাতুন মার যান। তিনি ১৯৫৯ সালে খুলনা সেন্ট যোসেফ হাইস্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। ১৯৬৮ সালে তিনি বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেন।

ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৬৭-৬৮ সালে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ছিলেন। ১৯৬৭ সালে প্রসেস ইঞ্জিনিয়ার হিসেবে কর্ণফুলি পেপার মিলে যোগদান করেন। তাঁর সুদক্ষ পরিচালনায় বিসিআইসি পেয়েছিল নুতন আলোর সন্ধান। কর্মজীবনের বিভিন্ন সময়ে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দক্ষতার সঙ্গে পালন করেছেন নর্থবেঙ্গল পেপার মিলস, কোহিনুর কেমিক্যল ইন্ডাস্ট্রিজ, ওসমানীয়া গ্লাস শীট ফ্যাক্টরী, কর্ণফুলী পেপার মিলস, উজালা ম্যাচ ফ্যাক্টরী ও খুলনা নিউজপ্রিন্ট মিলস-এ। তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কপোর্রেশনের সচিব এবং সবশেষে পরিচালক (উৎপাদন ও গবেষণা) বিসিআইসি থাকা অবস্থায় ২০০১ সালে অবসর গ্রহণ করেন।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সম্মানসূচক বীরপ্রতীক খেতাব পা্রপ্ত হন এই মুক্তিযোদ্ধা। তাঁর বিভিন্ন ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী অবদানের জন্য অসংখ্য পুরস্কার ও খেতাব প্রাপ্ত হয়েছেন। তিনি দেশের বিভিন্ন স্থানে শিক্ষা বিস্তারের লক্ষ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি দেশের বিভিন্ন স্থানের অনেক প্রতিষ্ঠানের আজীবন সদস্য। তিনি বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য চীন, জাপান, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলংকা, ভারত, ডেনমার্ক, সুইডেন, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর করেছেন। তাঁর স্ত্রী বেগম লুৎফুননেছা ইসহাক একজন দায়িত্বশীল গৃহিনী হিসেবে সবসময় স্বামীর অনুপ্রেরণা দিয়েছেন। তাঁর ১ম পুত্র এআইএম হাসানুল মুজিব (রবি) এবং ২য় পুত্র এআইএম মাহবুবুল মুজিব (সমি) বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ৩য় পুত্র এআইএম সাজ্জাদুল মুজিব কানাডায়, ছোট ৩ পুত্র প্রকৌশলী মেজর (অবঃ) এআই এম সাব্বিরুল মুজিব, এআইএম মনিরুল মুজিব, এআইএম মুহীবুল মুজিব (বাবু) অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।

প্রকৌশলী এ কে এম ইসহাক বীরপ্রতীক দেশবাসীকে কাঁদিয়ে ২০১০ সালের ৫ জানুয়ারি মধ্যরাতে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০১২ সালের কথা।

৯,১০ও ১১ই মার্চ খাজুরা এম এন মিত্র মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে “গাইদঘাট কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্র“ আয়োজিত গ্রামীন জীবনযাত্রা ও কৃষি প্রযুক্তি তথ্য,বীজ মেলার অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে দেশের ৩০ জন গুনীজনের সম্মাননা প্রদান করা হয়। মরনোত্তর গুনীজন সম্মাননার মধ্যে এই বরেণ্য মুক্তিযোদ্ধা বীর প্রতীক ইসহাক ছিলেন অন্যতম একজন। আমরা বাঘারপাড়ার গর্বিত এই বরেণ্য মুক্তিযোদ্ধা বীর প্রতীক ইসহাক এর আত্মার শান্তি কামনা করি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews