1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় সাবমারসিবল পানির পাম্প বসাতে ব্যবহার করা হচ্ছে গোবর-পানি! - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৩৬ কোটি টাকার স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পড়তে যাচ্ছেন মীম বাবার ওপর অভিমান করে সিলেটে তৃতীয় শ্রেণির ছাত্রীর আত্মহত্যা জিম্মি মুক্তি না হলে যুদ্ধ চলবে: ইসরায়েলি সেনাপ্রধান সাবেক প্রতিমন্ত্রী কোরবান আলীর ৯ম মৃত্যুবার্ষিকী আজ অপহরণের দুই দিন পর পুলিশি অভিযানে বান্দরবানে ৭ বছরের এক শিশু উদ্ধার কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি: নিহত ৫ ‘যে গাছে ফরহাদের ছবি আছে, সেই গাছের নিচে শপিং ব্যাগে টাকা রেখে যাবি’ জুলাই গণহত্যার বিচারের দাবিতে পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের “জুলাই দ্রোহ” বাঘারপাড়া ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে প্রথম সভা করলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ শেরপুর–মৌলভীবাজার মহাসড়কে বাসের ধাক্কায় যুবক নিহত

বাঘারপাড়ায় সাবমারসিবল পানির পাম্প বসাতে ব্যবহার করা হচ্ছে গোবর-পানি!

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৭১ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি। বাঘারপাড়ায় সাবমারসিবল পানির পাম্প বসাতে গোবর পানি ব্যবহারের
অভিযোগ উঠেছে। মন্ত্রণালয়ের বেন্টোনাইট-ক্লে (এক ধরনের রাসায়নিক মিশ্রণ) ব্যবহারের নির্দেশনা
থাকলেও এসব মানা হয়না এ উপজেলায়।

উপজেলা জনস্বাস্থ্য অফিসের উদাসীনতায় গোবর-পানি দিয়েই
উপজেলায় ২৩৪ টি সাবমারসিবল পানির পাম্প বসানোর কাজ কাজ শেষ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান।

এমনকি বেন্টোনাইট-ক্লে উপজেলা জনস্বাস্থ্য অফিসে আনাই হয় না।

উপজেলা প্রকৌশলী অফিস সুত্রে জানা যায়, সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ২০২৩-
২০২৪ অর্থ বছরে এ উপজেলায় ২৩৪ টি সাবমারসিবল পানির পাম্প (নলকূপ) বরাদ্দ দেয় অধিদপ্তর। প্রতি
নলকূপ স্থাপনে গ্রাহককে ১০ হাজার টাকা ব্যাংকের মাধ্যমে চালান জমা দিতে হয়। এরপর সরকার
ঠিকাদারের মাধ্যমে ছয়শত ফুট পাইপ, ১ হর্স পাওয়ার পাম্প, ১০০০লিটারের ১টি ট্যাংকি (পানি ধরে রাখার
জার), ২০ কেজি বেন্টোনাইট -ক্লে ও ৫ ফিট উচ্চতার ১০ ইঞ্চি গাথুনি স্টান্ড সরবরাহ করে। এতে
প্রতিটি নলকূপ স্থাপনে সরকারের ব্যায় হচ্ছে ১ লাখ টাকা।

অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ি দরপত্র চুক্তি মোতাবেক নলকূপ খননের সময় অবশ্যই বোরিং ফ্লুইড
হিসাবে বেন্টোনাইট -ক্লে মিশ্রিত পানি ব্যবহার করতে হবে। কোনক্রমেই বোরিং ফ্লুইড হিসাবে
গোবর মিশ্রিত পানি ব্যবহার করা যাবে না। নলকূপ স্থাপনের সময় মনিটরিং এর দায়িত্বে নিয়জিত
কর্মকর্তা ও মেকানিকগন নলকুপ খননের সময় রোরিং ফ্লুইড হিসাবে বেন্টোনাইট-ক্লে মিশ্রিত
পানি ব্যবহার নিশ্চিত করবেন। গোবর মিশ্রিত পানি ব্যবহার করলে কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে। একই
সাথে বলা হয়েছে নলকুপ স্থাপনের সময় গোবর পানি ব্যবহারের কারণে ভূগর্ভের পানি দূষণে স্থায়ী
সমস্যা হতে পারে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

জানা গেছে, আব্দুল ওহাব এন্টারপ্রাইজ ঢাকা ও মেসার্স সুমন এন্টারপ্রাইজ যশোর নামের দু’টি
ঠিকাদারি প্রতিষ্ঠান নলকূপ স্থাপনের কাজে নিয়োজিত রয়েছে। অধিদপ্তরের আদেশ উপেক্ষা করে এ সব
ঠিকাদারী প্রতিষ্ঠান তাঁদের নিজস্ব শ্রমিক দিয়ে নলকূপ বসানোর সময় রোরিং ফ্লুইড হিসাবে
গোবর মিশিয়ে নলকূপ বসানোর কাজ শেষ করছেন।

নলকূপ বরাদ্দ পাওয়া একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, উপজেলা জনস্বাস্থ্যের লোকজন বেন্টোনাইট-ক্লে
মিশ্রিত পানি ব্যবহার করতে নিরুৎসাহিত করছে। এমনকি বোরিংয়ে বেন্টোনাইট-ক্লে মিশ্রিত করলে নলকূপ নষ্ট হয়ে যাবে বলেও গ্রাহকদের বোঝানো হচ্ছে। পাশাপাশি ঠিকাদারের শ্রমিকরা গোবর ব্যবহার না করতে দিলে বোরিং হবে না এমন ভয়ভিতি দেখানোরও অভিযোগ উঠেছে।

উপজেলার চাড়াভিটা এলাকার অরুন দে জানান, আমি উপজেলা জনস্বাস্থ্য অফিসের মাধ্যমে একটা সরকারি নলকূপ পাই। নলকূপ বসানোর সময় ঠিকাদারের লোকজন গোবর ব্যবহার করতে বাধ্য করছেন। গোবর ছাড়া নলকূপ বসাতে রাজি হচ্ছেন না তারা।

এ বিষয় জানতে আব্দুল ওহাব এন্টারপ্রাইজ মালিক শাহাদাত হোসেন ও মেসার্স সুমন এন্টারপ্রাইজ
মালিক আলমগীর কবির সুমন অভিযোগের বিষয় অস্বীকার করে জানান, বেন্টোনাইট -ক্লে ব্যবহার করে
নলকূপ বোরিং করা হচ্ছে। গোবর ব্যবহার হচ্ছে না ।

এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবু হানিফ জানান,‘ঠিকাদারকে বেন্টোনাইট-ক্লে’র দাম
বাদ রেখে বিল পরিশোধ করা হয়। অধিদপ্তরের চিঠির নির্দেশনা অনুযায়ি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নলকূপ
বোরিংয়ে গোবর ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। বেন্টোনাইট-ক্লে ব্যবহার করতে বলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews