দেবহাটা প্রতিনিধি। দেবহাটায় নিরাপদ মাতৃত্ব দিবসে র্যালি ও আলোচনা সভা ২৯ মে বুধবার সকাল ১০ টায় টাউন শ্রীপুর কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত হয়েছে।
রাইট টু গ্ৰো প্রোজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইট টু গ্ৰো প্রজেক্টের অফিসার উজ্জ্বল কুমার পল। কমিউনিটি ক্লিনিক এর পিএইচসিপি আশরাফুল ইসলাম। রাইট টু গ্ৰো প্রজেক্ট এর কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিগণ।