তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে এমসিএইচ সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডা. কাজী জোবায়ের গালীব, যশোর পরিবার পরিকল্পনার উপপরিচালক কাজী ফারুক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. ওয়াহিদুজ্জামান, ডা. জোবাহের হোসেন, ইএফপিও তাহসীন রেজা, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা ডা. সুদীপ্ত সেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, তৈয়েবুর রহমান প্রমুখ।