1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
ক্ষমতার জন্য ভারতের কাছে দেশ বন্ধক দিতেও প্রস্তুত সরকার-গয়েশ্বর - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গণঅভ্যুত্থানের বিজয়ীরাই দেশ চালাচ্ছে: তথ্য উপদেষ্টা নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের বিশেষ হটলাইন ভৈরবে মরা গরুর মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড ও জরিমানা বাঘারপাড়ায় ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন বাঘারপাড়ায় আদিবাসি জনগোষ্ঠির সাথে সম্প্রীতি স্থাপনে মতবিনিময় সভা ৮০ বছরের বৃদ্ধা মাকে ছাগলের ঘরে বন্দি, উদ্ধার করলো প্রশাসন বাঘারপাড়ায় ১৫০ কৃষক কে গ্রীষ্মকালীন বীজ ও সার বিতরণ শরণখোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলামের পদত্যাগ যশোরে রাষ্ট্রদ্রোহ মামলা: অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেলেন তারেক রহমান

ক্ষমতার জন্য ভারতের কাছে দেশ বন্ধক দিতেও প্রস্তুত সরকার-গয়েশ্বর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৫৩ জন খবরটি পড়েছেন

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিবাদেরও একটা চরিত্র থাকে। কিন্তু এই হাসিনা সরকারের কোনো চরিত্র নেই। ক্ষমতার জন্য এই সরকার ভারতের কাছে দেশ বন্ধক দিতেও প্রস্তুত। দুর্নীতি এই সরকারের মূলনীতিতে পরিণত হয়েছে। দ্রব্যমূল্য আজ মানুষের নাগালের বাইরে চলে গেছে। সরকারি চাকরিজীবীরা আজ আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। সরকার দফায় দফায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে।

বুধবার বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে যশোর জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। গয়েশ্বর চন্দ্র বলেন, বিএনপি’র নেতাকর্মীরা হামলা-মামলার তোয়াক্কা করে না। এই দল গণতন্ত্রের কথা বলে, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে।
যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই দলের নেতাকর্মীরা মৃত্যুর ভয় করে না। এই সরকারের আমলে ১৫ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দেশের শেয়ারবাজার থেকে লাখ কোটি টাকা লুট করেছে। এই লুটেরাদের গডমাদার শেখ হাসিনা। এই লুটেরা গডমাদার ও তার সাঙ্গপাঙ্গদের বিদায় করতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হতে হবে। দেশের সকল অপকর্মকারীদের আড়তদার শেখ হাসিনা। শুঁটকি মাছের পাহারাদার বিড়াল হলে শুঁটকি মাছের যে হাল, শেখ হাসিনা সরকার প্রধান হওয়ায় দেশের অবস্থা আজ সেই রকম। শেখ হাসিনা চাই বেগম জিয়া যেন দ্রুত মারা যায়। এই কারণে গত ২৫শে জুন ওই ইউনাইটেড হাসপাতালকে বেগম জিয়ার জন্য এম্বুলেন্স ও ওষুধ না দিতে শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- দলের ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরী ও শামসুজ্জামান দুদু। বক্তৃতা করেন- খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি নেতা এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, মিজানুর রহমান খান, এডভোকেট মোহাম্মদ ইসহাক, দেলোয়ার হোসেন খোকন, সাবিরা নাজমুল মুন্নী, আবুল কালাম আজাদ প্রমুখ।

নিতাই রায় চৌধুরী বলেন, সরকার গদি হারানোর ভয়ে সম্পূর্র্ণ অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রেখেছে। বেগম জিয়াকে এতিমদের ২ কোটি টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগে সরকার অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। তাকে চিকিৎসা করানোর সুযোগ দিচ্ছে না। সরকার বলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বামী-স্ত্রীর। আজ আমাদের লজ্জা লাগে সেই স্বামী রাষ্ট্র ভারত আজ এই দেশকে তাদের অঙ্গরাজ্য হিসেবে করিডোর হিসেবে ব্যবহার করছে। যা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য খুবই লজ্জার ও অপমানের। মানবজমিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews