রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। দেবহাটায় উপজেলা,চেয়ারম্যান ও সচিবদের উপস্থিতিতে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষমাত্রা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে,১৫ ই জুলাই বিকাল ৩ টা র সময়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (উন্নয়ন এবং শিক্ষা ও আইসিটি)মোঃ হুসাইন শওকত। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদাউস আলফা, ভাইস বারবার নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস স্পর্শ ,কুলিয়া ইউপি,চেয়ারম্যান আছাদুল হক পারুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউ পি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল ও ইউনিয়নের সচিব ছাড়াও প্রশাসনের বিভিন্ন কমকতা বৃন্দ উপস্থিত ছিলেন ।