1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
পুলিশি বাধায় যশোরে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পণ্ড - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গণঅভ্যুত্থানের বিজয়ীরাই দেশ চালাচ্ছে: তথ্য উপদেষ্টা নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের বিশেষ হটলাইন ভৈরবে মরা গরুর মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড ও জরিমানা বাঘারপাড়ায় ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন বাঘারপাড়ায় আদিবাসি জনগোষ্ঠির সাথে সম্প্রীতি স্থাপনে মতবিনিময় সভা ৮০ বছরের বৃদ্ধা মাকে ছাগলের ঘরে বন্দি, উদ্ধার করলো প্রশাসন বাঘারপাড়ায় ১৫০ কৃষক কে গ্রীষ্মকালীন বীজ ও সার বিতরণ শরণখোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলামের পদত্যাগ যশোরে রাষ্ট্রদ্রোহ মামলা: অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেলেন তারেক রহমান

পুলিশি বাধায় যশোরে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পণ্ড

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৫৭ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

পুলিশি বাধার মুখে যশোরে বিএনপি’র পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পণ্ড হয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত তাৎক্ষণিক প্রেস ব্রিফিং করে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে সরকার প্রধানের পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দম্ভ, জিদ এবং রক্তপিপাসার কারণে শান্তিপূর্ণ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে গিয়েছে।

অবিলম্বে নারকীয় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সরকারের পদত্যাগ করতে হবে।  প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের পদত্যাগই এই সংকটের একমাত্র সমাধান। দেশব্যাপী বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে নির্মম হত্যার প্রতিবাদে এবং সেইসঙ্গে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের, গণগ্রেপ্তারের প্রতিবাদে গতকাল শহরের লালদীঘি পাড়ে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে জেলা বিএনপি। এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত। দলের পক্ষ থেকে যথাযথভাবে প্রশাসনকে অবহিত করার পরও সকালে চতুর্দিক দিয়ে প্রশাসন বাধা প্রদান করে সমাবেশ পণ্ড করে দেয়।

পরে উদ্ভূত পরিস্থিতিতে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি নেতা অমিত। বিএনপি কার্যালয়ে পূর্বনির্ধারিত কর্মসূচি বেলা ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকে লালদীঘির পাড়ের সকল প্রবেশ পথ পুলিশ ব্যারিকেড দিয়ে জনচলাচল বন্ধ করে দেয়। বিএনপি কার্যালয়সহ গোটা এলাকায় পোশাকধারী এবং সাদা পোশাকে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নেয়।

এমন পরিস্থিতির মধ্যে অনিন্দ্য ইসলাম অমিত দলীয় কার্যালয়ে প্রবেশ করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফকালে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বাস্তবিক কথা হচ্ছে, আজকে যশোরে এই ঘটনা হচ্ছে সারা বাংলাদেশে গত কয়েক দিনে কী ঘটেছে তার একটি সামান্য নজির। বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন সরকার জোর করে শক্তি দিয়ে দমন করতে গিয়েই শত শত লাশ ঢাকাসহ সারা দেশের রাজপথে পড়েছে। শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করছিলাম। ছাত্ররাও শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করেছিল। অথচ সেই কর্মসূচিতে প্রশাসন বাধা দিচ্ছে।

পরিবেশ শান্ত থাকুক সেটি সরকার এবং প্রশাসনই চায় না। কারণ পরিবেশ যদি শান্ত না থাকে তাহলে তারা এই পরিবেশকে ব্যবহার করে বিরোধী দলকে দমন করতে পারে। তাদের (সরকার) যে দুর্বলতাগুলো গত কয়েকদিন ধরে প্রকাশ পেয়েছে। বিশেষ করে দুর্নীতি, লুণ্ঠন, ভারতের সঙ্গে দেশ বিরোধী যে চুক্তি সরকার করেছে এই সকল ইস্যু যেন ধামাচাপা পড়ে যায়। তারই অংশ হিসেবে নতুন করে চক্রান্ত চলছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোরে বিএনপি’র নেতাকর্মীদের পুলিশ প্রশাসন তালিকা নিয়ে খুঁজে বেড়াচ্ছে। তারা কে কোথায় গেছে, যশোরে কে আছে সেটি খোঁজার চেষ্টা করছে। সারা বাংলাদেশের কোথাও ছাত্রদের এই আন্দোলনে বিএনপি’র সরাসরি সম্পৃক্ততা ছিল না। আমরা নৈতিক সমর্থন দিয়েছি। জনগণ যখনই ন্যায়সঙ্গত কোনো দাবি উপস্থাপন করবে, রাজনৈতিক দল হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে তাদের (জনগণের) পাশে থাকা। আমরা অতীতেও জনগণের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতে পাশে থাকবো।মানবজমিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews