নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার সকালে নওয়াপাড়া বাজারে বিএনপির কার্যালয়ের সামনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন- অভয়নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু ও নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল হোসেন রবি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন গাজী, অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রার্থী শেখ আসাদুল্লাহ আসাদ ও মো. কামাল হোসেন প্রমুখ।
আলোচনাসভার পূর্বে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন- ছাত্রদল নেতা শেখ রফসান। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন- অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব।