খুলনায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে ৩ জন শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মহানগরীর বয়রা সরকারি মহিলা কলেজের সামনে নির্মানাধীন কর ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাব্বি, আশরাফুল ও মামুন। তাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্মাণাধীন ১০ তলা ভবনের ৯ তলায় বাশের চরাট বেঁধে কাজ করছিলেন রাব্বি, আশরাফুল ও মামুন। এ সময় চরাট ভেঙ্গে পড়ে যান তারা ৩ জন। ঘটনাস্থলেই মারা যান, রাব্বি ও মামুন। গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।