তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে। একটানা প্রবল বর্ষনে অভয়নগর উপজেলার বিভিন্ন স্থান তলিয়ে
গেছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বাড়িঘরে পানিবন্দি হওয়ায় অনেক পরিবারে রান্না করার ব্যবস্থা না থাকায় তাদের পাশে দাঁড়িয়েছেন নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান জনি।
সোমবার( ১৬ সেপ্টেম্বর) সকালে নওয়াপাড়া ইন্সটিটিউট মাঠে রান্না করা হয় ২০০০ জনের দুপুর ও রাতের খাবার। দুপুর থেকে এসব খাবার নওয়াপাড়া পৌরসভার ৪,৫,৭,৮ ও ৯নং ওয়ার্ডের পানিবন্দি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পানিবন্দি এলাকায় বিএনপিনেতা আসাদুজ্জামানের পক্ষে পানিবন্দি মানুষের হাতে খাবার বিতরণ করেন- ওয়ার্ড বিএনপির সভাপতি ডাবলু বেগ, সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, ক্রীড়া সম্পাদক অসীম দাস, যুবদলনেতা ওয়াছি উল্লাহ, ছাত্রদলনেতা ঝন্টু পাটোয়ারী, মো. জাওয়াদ আফকার প্রমুখ। খাবার বিতরণ প্রসঙ্গে বিএনপিনেতা জনি বলেন- প্রবল বর্ষনের ফলে পানিবন্দি মানুষের দু:খ দুর্দশার কথা ভেবে ব্যক্তিগত ভাবে এই উদ্যোগ গ্রহণ করেছি। তিনি আরো বলেন- আগামীতেও এ ধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে।