দেবহাটা প্রতিনিধি। দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন ককবেল তলার মোড়ে রাস্তার পাশে পানি সরানো নালার মধ্যে পড়ে একজন পাগলের মৃত্যু হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর )দুপুর বেলায় ঘটেছে।
স্থানীয়রা জানান, আমরা সাড়ে ৩টার দিকে দেখি ড্রেনে কেউ একজন পড়ে আছে । তবে কখন থেকে পড়ে আছে সে বিষয়ে কেউ জানেন না। তারা আরোও জানান, ওই পাগলকে কিছু দিন ধরে এখানে ঘোরঘুরি করতে দেখা গেছে।
স্থানীয়রা বিষয়টি দেবহাটা থানায় জানান। খবর পেয়ে থানার সাব ইন্সপেক্টর আলমগীর হোসেন এসে লাশটি উদ্ধার করে মর্গে পাঠান। তাৎক্ষণিক ভাবে পুলিশ মৃতের কোন পরিচয় উদ্ধার করতে পারেনি।