নিজস্ব প্রতিনিধি। উন্নয়ন সহযোগী সংস্থা অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম ইন বাংলাদেশ এর সহযোগীতায় বিডফরসিজে প্রকল্পের আওতায়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা কোডেক প্রাতিষ্টানিক বনায়ন কার্যক্রম-এর আওতায় বিভিন্ন ধরনের (ফলজ, বনজ, ঔষধি ও অলংকার) সহ মোট ৭০টি চারা রোপণ ও সংরক্ষণ এর জন্য ঘেরা দেওয়া হয়।
৩০শে সেপ্টেম্বর সোমবার গওহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ঐসব গাছের চারা রোপন করা হয়। বৃক্ষ রোপণ কালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার মন্ডল, শিক্ষক মো: আবুল কাশেম, কোডেক-বিডফরসিজে প্রকল্পকের প্রকল্প অফিসার রাসেল আমিন ও ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেনসহ স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।