রফিকুল ইসলাম মন্টু দেবহাটা প্রতিনিধি। দেবহাটা উপজেলায় ২১ টি পূজা মন্ডপ পরিদর্শন করতে আসেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। ১৩ ই অক্টোবর আসছে সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। চলছে ব্যাপক প্রস্তুতি। এই উৎসবকে ঘিরে ঘরে ঘরে দেবী দুর্গার বইছে আগমণী বার্তা।
গত শনিবার বেলা ২ টায়, গাজিরহাট পরে দেবহাটা পূজা মন্ডপ সহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে মন্ডপ পরিদর করেন,সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। এসময় সাথে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অজয় কুমার ঘোষ সহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
জেলা প্রশাসক পরিদর্শন কালে দেখেন, সুনিপুণ হাতে মাটি ও রং তুলির ছোয়ায় দেবীকে রাঙ্গীয় তুলতে ব্যস্ত শিল্পীরা। কাদামাটি, বাঁশ, খড় সুতিলি দিয়ে শৈথিক ছোয়ায় তিল তিল করে গড়ে তোলা হচ্ছে দেবী দুর্গার প্রতিমা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে এবার উপজেলায় ২১ টি মন্ডপে পূজা হওয়ার কথা রয়েছে। সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা ও জনমনে আস্থা /মনোবল বৃদ্ধিকারী টহল পরিচালনা কার্যক্রম চলমান রয়েছে। এবিষয়ে তিনি পূজা মন্ডপের সভাপিত, কমিটির সদস্য, স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, চেয়ারম্যান, মেম্বার, ইমাম এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে প্রয়োজনীয় মত বিনিময় করেন। গুরুত্বপূর্ণ এলাকার পূজামন্ডপ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সাথে যোগাযোগ, পূজা কমিটির সাথে যোগাযোগ করতে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। পূজা নিবিঘ্নে সম্পন্ন করতে দূর্গা উৎসব পালনে মন্ডপে মন্ডপে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।